শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে চীনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:২২ পিএম

বুধবার আঙ্কারায় করোনাভাইরাস টাস্ক ফোর্সের সাথে বৈঠকের পরে গণমাধ্যমের সাথে কথা বলছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা


তুরস্কে তিনজন স্বেচ্ছাসেবীর উপরে প্রয়োগ করার মাধ্যমে চীনের সিনোভাক ভ্যাকসিনের প্রথম ক্লিনিকাল পরীক্ষা শুরু হয়েছে। বুধবার তুর্কী স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা এই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের করোনভাইরাস টাস্ক ফোর্সের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৭৭১ জন কোভিড-১৯ শনাক্ত হয়ে হয়েছেন, এর মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৯৬ হাজার ৩৯১জন। কোকা জানান, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ থেকে ১ হাজার ৩৪২ জন রোগী সুস্থ হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৬৩ জনের। এর মাধ্যমে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২৪৯জনে। স্বাস্থ্যসেবা পেশাদাররা গত ২৪ ঘন্টায় এই রোগ নির্ণয়ের জন্য আরও ১ লাখ ১২ হাজার ৬৪৫জনের নমুনা পরীক্ষা করেছেন। এখন অবধি ৮৮ লাখ ৫০ হাজার মানুষের পরীক্ষা করা হয়েছে।

কোকা কলেন, ‘এখন বিশ্ব আগের তুলনায় কোভিড-১৯ মহামারীর আরও কঠিন পর্যায়ে রয়েছে।’ চলতি বছরের শেষের দিকেই উপযুক্ত করোনা ভ্যাকসিন চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন