বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাহিত্যনির্ভর গল্পের নাটকে অপর্ণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

অভিনেত্রী অপর্ণা’কে নিয়ে অনেক নাট্যপরিচালকই সাহিত্যনির্ভর গল্পের নায়িকা হিসেবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ সাহিত্যনির্ভর চরিত্রে তাকে ভাল মানায়। এ ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষ কথা’ নিয়ে নির্মিত হয়েছে নাটক অচিরা। এ নাটকের নায়িকা হয়েছেন অপর্ণা। ‘শেষ কথা’ গল্পের ছায়া অবলম্বনে বর্তমান প্রেক্ষাপটের গল্প নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এর আগেও নাহিদ আহমেদ পিয়ালের নির্দেশনায় অপর্ণা অনেক সাহিত্যনির্ভর গল্পের নাটকে অভিনয় করেছেন। এই নাটকে অপর্ণার বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকটির গল্প প্রসঙ্গে জানা যায়, অচিরা গ্রাম থেকে শহরে আসে। শহরে এসে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে দু’জনের মধ্যে বিয়ে পর্যন্তও চূড়ান্ত হয়ে যায়। কিন্তু বিয়ের আগেই মেয়েটি তার মায়ের লেখা একটি ডায়েরী খুঁজে পায়। সেই ডায়েরীতেই অনেক অজানা কথা জানতে পারে অচিরা। অচিরা নতুন এক পৃথিবীর মুখোমুখি হয়। অপর্ণা বলেন, ‘নাহিদ আহমেদ পিয়ালের নির্দেশনায় এর আগেও অনেক নাটকে কাজ করেছি। যেহেতু তিনি নিজেই নাটক লিখেন এবং অভিনয়টা বেশ ভালো বুঝেন, তাই তার নির্দেশনায় কাজ করতে গেলে অভিনয় নিয়ে শিল্পীদের খুব বেশি একটা ভাবতে হয়না। কারণ ক্যামেরার সামনে যাবার আগেই তিনি বিষয়টা বেশ ভালোভাবে বুঝিয়ে দেন, তাতে অভিনয় করা সহজ হয়ে উঠে। আর পিয়াল ভাই সবসময়ই সাহিত্যনির্ভর কাজ করে থাকেন। আমার সৌভাগ্য যে তার নির্দেশনায় অনেকগুলো সাহিত্যনির্ভর কাজ করতে পেরেছি। আর সহশিল্পী হিসেবে এই নাটকে আমার সঙ্গে ছিলেন রওনক ভাই। তিনিও সবসময় ভীষণ সহযোগিতা করেন। সাহিত্যনির্ভর গল্পেও তাকে বেশকিছু নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছি আমি।’ নাটকটি শিগগরিই আরটিভিতে প্রচার হবে। এদিকে অপর্ণা অভিনীত রওনক হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’ এরইমধ্যে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। এছাড়াও আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক হিরণ জামানের ‘টিপু সুলতান’এও নিয়মিত অভিনয় করছেন অপর্ণা। হোসনে মোবারক রুমী পরিচালিত সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন