শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হয়েছে বাবলীর নতুন গান শ্যাম কালিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

প্রকাশিত হয়েছে এই প্রজন্মের কন্ঠশিল্পী বাবলী আক্তারের নতুন গান ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন অনিক শাহান। গানটি প্রসঙ্গে বাবলী বলেন, ‘একজন শিল্পীর মৌলিক গান থাকাটা ভীষণ জরুরী। তা নাহলে, নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দেয়ার কৃতিত্ব থাকেনা। এরমধ্যে আমার বেশকিছু মৌলিক গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। শ্যাম কালিয়া ফোক ঘরানার আমার প্রথম মৌলিক গান। গানটির কথা সুর শ্রোতা দর্শকের ভালো লাগবে আশা করছি। এরইমধ্যে গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আগামীদিনে আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারব বলে আশা করি। আমি আমার বাবার প্রতি কৃতজ্ঞ। কারণ, তিনিই আমাকে শিল্পী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছেন।’ বাবলী বাবার কাছে বাবলীর গানে হাতেখড়ি। পরবর্তীতে মো. দুলালের কাছে পাঁচ-ছয় বছরেরও বেশি সময় গানে তালিম নিয়েছেন। বাবলী স্টেজ শো’তে বেশ নিয়মিত। ঢাকা এবং ঢাকার বাইরে নিয়মিত স্টেজ শো’তে ব্যস্ত থাকেন তিনি। তার প্রথম মৌলিক গান ছিলো ‘তোমায় আমি ভালোবাসি’। গানটি লিখেছিলেন আহমেদ রিজভী এবং সুর করেছিলেন নাজির মাহমুদ। এতে তার সহশিল্পী ছিলেন কাজী শুভ। পরবর্তীতে প্রতীক হাসানের সুরে ‘তোর নামে গল্প’, কাভার সং ‘শ্যামরে তোমার সনে’, অনিকের লেখা ও সুরে ‘আমি তোরই হতে চাই’সহ আরো বেশ কিছু গানে কন্ঠ দেন যা ইউটিউবে প্রকাশিত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন