শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফুটবলেই ক্ষতি ১৪০০ কোটি ডলার!

করোনাভাইরাসে ক্রীড়াঙ্গণ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ এএম

কোভিড-১৯ মহামারীর কারণে এ বছর বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে মোট ক্ষতির পরিমান দাঁড়াতে পারে এক হাজার ৪০০ কোটি ডলার, যা মোট আয়ের প্রায় এক তৃতীয়াংশ। মহামারীর প্রভাব মোকাবেলায় ফিফা যে কমিটি গঠন করেছে তার প্রধান অল্লি রেনের উদ্বৃতি দিয়ে গতপরশুই এই তথ্য দিয়েছে রয়টার্স। রেন জানান, আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে মিলে ফিফা হিসাব করে দেখেছে, বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে আয়ের পরিমাণ বছরে চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলার।
সেখানে এক হাজার ৪০০ কোটি ডলার ক্ষতির হিসাব করা হয়েছে বর্তমান চিত্রের ওপর ভিত্তি করে, যেখানে বছরের প্রথম দিকে তিন মাস বন্ধ থাকার পর অনেক নিয়মের ঘেরাটোপে ধীরে ধীরে মাঠে ফিরেছে ফুটবল। অন্যথায় ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারতো বলে ধারণা ছিল। অবশ্য মহামারী পরিস্থিতি কেটে না গেলে চিত্রটা ভিন্ন হবে বলেও আশঙ্কা রয়ে গেছে, ‘করোনাভাইরাস মাহামারী ফুটবলে প্রচন্ড আঘাত হেনেছে। বিভিন্ন পর্যায়ের ফুটবলে এটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। কিছু পেশাদার ক্লাব গুরুতর সমস্যার মুখে পড়েছে। বিভিন্ন ক্লাবের যুব একাডেমি ও নিচের সারির ক্লাবগুলোর ব্যাপারেও আমি উদ্বিগ্ন।’
সাবেক ইইউ কমিশনার এবং ব্যাংক অব ফিনল্যান্ডের বর্তমান গভর্নর রেন রয়টার্স টেলিভিশনকে বলেন, সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল। উদ্বেগ রয়েছে আফ্রিকা ও এশিয়াকে নিয়েও, ‘এশিয়া ও আফ্রিকাতে ফুটবলের উন্নয়নে যে কাজ করা হয়েছে, তা নষ্ট হতে পারে। ধাক্কাটা আমরা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি এবং যে উন্নয়ন হয়েছে তা বজায় রাখতে চাই।’
আঘাত কিছুটা পুষিয়ে নিতে আগেই ১৫০ কোটি ডলারের আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছে ফিফা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন