শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পেঁয়াজ সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে : সিপিবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ এএম

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার সঙ্গে সঙ্গেই পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেট শুধু বাজারই নয়, সরকারকেও এখন নিয়ন্ত্রণ করছে।

সিপিবি’র নেতারা আরও বলেন, জনগণের প্রতি অনির্বাচিত সরকারের কোনো দায় দায়িত্ব নেই। সরকার ব্যস্ত ক্ষমতায় টিকে থাকা আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট নিয়ে। করোনাকালীন মহামারি-পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন জীবন বাঁচাতে দিশেহারা, তখন সরকারের ব্যর্থতা মানুষের জীবনকে আরও হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। পেঁয়াজের ‘ঝাঁঝ’ মানুষ আর সইতে পারছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন