শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নদী ভাঙ্গন রোদে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

নদী ভাঙন এলাকা পরিদর্শন কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৭ পিএম | আপডেট : ৩:৫৬ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২০

লক্ষ্মীপুরের কমলনগর -রামগতি উপজেলায় মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গনের চিত্র স্বচক্ষে দেখতে আজ সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ)জাহিদ ফারুক এমপি মেঘনার ভাংগন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। পরে এক সুধী সমাবেশে মন্ত্রী বলেন নদী ভাংগন এটা এখন জাতীয় সমস্যায় পরিনত হয়েছে।মেঘনার ভাংগন রোদে রামগতি-কমলনগর উপজেলা রক্ষায় একটি বাজেট প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।সবাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।আশাকরি যেকোন সময় এই প্রকল্প পাশ হয়ে যাবে।তাতে রামগতি-কমলনগর নদী ভাংগনের হাত থেকে রক্ষা পাবে।মন্ত্রী বলেন বর্তমান সরকার নদী ভাংগন রোদে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। নদী বাঁধের জন্য দেশের বিভিন্ন স্হানে ব্যাপক বরাদ্দ দেওয়া হচ্ছে। রামগতি-কমলনগরবাসী আপনারাও পাবেন।আপনারা হতাশ হবেননা,ধৈর্য ধরুন।

আজ শুক্রবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ মেজর (অবঃ) আব্দুল মান্নান, রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন,রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলাইমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুজ জাহের সাজু,উপজেলা যুবলীগের আহবায়ক মেছবাহ উদ্দীন ভিপি হেলাল,আওয়ামীলীগ নেতা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ভুঁইয়া,রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু প্রমুখঃ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৬ এএম says : 0
BALU-MATI DIE BAD HOY NA (JETA PORIKHITO) BALU MATIR WPORE BLOCK BOSHI E O KONO KAJ HOY NA (SHTAO PORIKHITO) KINTU ER PORE O PROTIBOSOR BALU MANI DIE E BAD DEWA HOCHE HAJAR HAJAR KUTHI TAKA KHOROCH KORE, JETA KINA AK BOSOR O TIKE NA !!! PANI PROTIMONTRIR WCHITH EVEN PASHER DESH VAROTE JEA DEKHA FARAKKA BAD ER VAROTIO SIDE DU KULE KI VABE BADH DEWA HOYESE !! JE VABE BISHER SHOB DESH E OMON KORE BADH DAY ACCEPT BANGLADESH
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন