শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দ্বীনী শিক্ষার প্রচার ও প্রসারে আল্লামা আহমাদ শফীর অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে -ধর্ম সচিব নূরুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫৭ পিএম | আপডেট : ১০:০৫ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম। গতকাল শুক্রবার শোক বার্তায় ধর্ম সচিব বলেন, আল্লামা শাহ আহমদ শফী ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, ইলমে হাদিসের একজন মহান শিক্ষক, অসংখ্য আলেমে দ্বীনের সুযোগ্য ওস্তাদ, বহু সংখ্যক মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, বহু মসজিদের প্রতিষ্ঠাতা এবং অসংখ্য দ্বীনী, সামাজিক এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। ধর্ম সচিব তাঁর শোক বার্তায় আরও বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ বাংলাদেশে কওমি ধারার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশে দ্বীনী শিক্ষার প্রচার ও প্রসার, সামাজিক এবং সেবাধর্মী কার্যক্রমে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আনিস মাহমুদও অনুরুপ এক শোক বার্তায় আল্লামা আহমদ শফীর রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন