বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্ত্রীকে খুনের পর ৯৯৯ ফোন আ.লীগ নেতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

 

চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু পুত্র কন্যার সামনে দা’য়ের কোপে স্ত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ করেছেন এক আওয়ামী লীগ নেতা। নুসরাত শারমিনকে (৩০) কুপিয়ে মারাত্মক আহত করেন স্বামী আবদুর রহিম (৩৮)। এরপর নিজেই ৯৯৯ এ ফোন করে পুলিশে ধরা দেন। বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে নুসরাত মারা যান।

বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর ঢেমশা মরহুম আবেদীনের বাড়ির পার্শ্ববর্তী প্রবাসী জসিম উদ্দীনের ভাড়া বাসায় এ খুনের ঘটনা ঘটে। আবদুর রহিম বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার ডা. নুরুল আমিনের বাড়ির মরহুম রমজু মিয়ার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাবার বাড়ি সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়া থেকে স্বামীর বাসায় আসেন গৃহবধু নুসরাত শারমিন। সাথে তার ভাইও আসে। পরে ভাই চলে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন স্বামী রহিম। এক বছরের শিশু পুত্র এবং তিন মাসের কন্যা শিশুর সামনেই ঘটে এ ঘটনা। এরপর দুই শিশুকে বোনের বাসায় রেখে থানায় ফোন দেন রহিম। খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় নুসরাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

ছয় বছর আগে তাদের বিয়ে হয়। চার বছর আগে স্ত্রী নিয়ে রোয়াংছড়িতে বসবাস শুরু করেন রহিম। করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বাড়িতে চলে আসেন। একসময় ইন্সুরেন্স কোম্পানীতেও চাকরি করতেন রহিম।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসেবে ঘটনায় ব্যবহৃত দাটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারিত্রিক সমস্যা থাকায় স্ত্রীকে দা দিয়ে কোপানোর কথা স্বীকার করেছেন রহিম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন