কাপ্তাই উপজেলার চন্দঘোনা থানা বিশেষ অভিযান চালিয়ে চিৎমরম বাজার হতে শনিবার(১৯সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০মিনিটে ৮টি বন মামলা ও ১টি ৬মাসের সাজাপ্রাপ্ত মমবাতুইডয়াই মারমার ছেলে মংজাইউ মারমা(৩৫)কে এসআই জাহাঙ্গীর, এএসআই কল্যান বিশ্বাস সঙ্গী ওফোর্স সহ আটক করে। এদিকে চন্দঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, উক্ত ৮টি মামলার আসামি দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। শনিবার আসামি কে রাঙ্গামাটি আদালতে চালান করা হয় বলে উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন