শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলি গুলিতে তিন ফিলিস্তিনি আহত

চুক্তি বাতিলে আরবদের প্রতি আহবান হামাসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

অধিকৃত ফিলিস্তিনের পবিত্র আল-কুদস শহরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি জনগণ। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে ইসরাইলি বাহিনী গুলি চালালে কমপক্ষে ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে শুক্রবার জুমা নামাজের পর বিক্ষোভে অংশ নেন হাজারো ফিলিস্তিনি। বিক্ষোভে অংশ নেয়া মুসল্লিরা বিশাল একটি ব্যানার বহন করেন যাতে লেখা ছিল- ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ বিশ্বাসঘাকতা। গত মঙ্গলবার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে। এ ঘটনাকে বহু আরব ও মুসলিম দেশ ফিলিস্তিনিদের সঙ্গে মহা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে। এদিকে, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের গ্রেনেড হামলায় ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আল-শিহাবের। অপরদিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি বাতিলের জন্য আরব দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে হামাস। হামাস মনে করে, ফিলিস্তিনের জনগণ এবং আরবদেশের শত্রু হলো ইসরাইল। ইসরাইলি বাহিনীর নিক্ষেপ করা গ্রেনেডে ফিলিস্তিনের চিকিৎসক প্রাণ হারানোর ঘটনায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ আহবান জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি বাহিনীর নিক্ষেপ করা গ্রেনেডের ফলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ৫৪ বছর বয়সী নিদাল জাবেরিন। এ ব্যাপারে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে হামাস। আল-শিহাব, ইয়েনি সাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন