শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশেষ দূতের পদ ছাড়লেন আমাল ক্লুনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাজ্যের প্রেস ফ্রিডম বিষয়ক বিশেষ দূতের পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্বনামধন্য আইনজীবী ও মানবাধিকারকর্মী আমাল ক্লুনি। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদ্যোগ নিয়েছে। এতে তিনি হতাশ। দ্য হিল জানিয়েছে, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে ক্লুনি বলেছেন, ইউরোপীয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে উইড্রয়াল এগ্রিমেন্ট বা ব্রেক্সিট ইস্যুতে বৃটেনের যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে তা অগ্রাহ্য করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনসন। এটা তার কাছে বেদনাদায়ক মনে হয়েছে। ক্লুনি লিখেছেন, সরকার ইন্টারনাল মার্কেট বিল নামে একটি প্রস্তাব পাস করার চেষ্টা করছে। এটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা জানতে পেরে আমি হতাশ। যদিও সরকার বলেছে, এক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে সুনির্দিষ্ট এবং সীমাবদ্ধ, কিন্তু বৃটেন এক বছরেরও কম সময় আগে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে এটা হবে তার লঙ্ঘন। দি হিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন