শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রিভিউ কমিটির পরীক্ষায় পাস সানি

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ চলাকালে এক সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন পেস বোলার তাসকিন এবং বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। গত ৩১ জুলাই রিভিউ কমিটির সামনে বোলিং পরীক্ষা দিয়ে উতরে গেছেন তাসকিন। গতকাল রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি এবং বিসিবির বোলিং কোচ মাহবুব আলী জাকি’র সামনে পরীক্ষা দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন আরাফাত সানিÑ ‘আমি আশাবাদী। সবাই আমাকে বলেছে বেশ ভালো হয়েছে।’
এখন বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষায় আইসিসি’র অনুমোদিত ল্যাবরেটরিতে পাঠানোর প্রস্তুতি চলছে তাদের। এই দুই বোলারকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত করার পরিকল্পনা বিসিবি’র। তাসকিন এবং আরাফাত সানি, দু’জনেই আসন্ন হোম সিরিজে ফিরতে উদগ্রীব। তবে বায়োমেকানিক্স পরীক্ষায় অবতীর্ণ হয়ে, সেই রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। ইংল্যান্ড সিরিজের আগে সময় হাতে খুব একটা না থাকায় আগামী অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দলের হোম সিরিজে এই ২ বোলারকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন কোচ হাতুরুসিংহেÑ‘ইংল্যান্ড সিরিজে তাদেরকে নিয়ে ভাবছি না। তারা এখনও পরীক্ষা দিতে যায়নি। তবে তাদের বোলিং অ্যাকশনে উন্নতি হয়েছে। এখন তাদেরকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন