মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চকরিয়ায় বজ্রপাতে হতাহত ২

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪০ এএম

চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে এক শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন।

মৎস্য ঘেরের এ শ্রমিকের নাম সজিদ উদ্দিন (২৮) বলে জানাগেছে। এ সময় আহত হয়েছেন আরো একজন শ্রমিক।

শনিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ইলিশিয়া ফিসকা মৎস্য খামার এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত সাজিদ উদ্দিন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেন্নিপাড়া এলাকার আব্দুচ ছমদের ছেলে।

এছাড়াও দরবেশকাটা পশ্চিম পাড়া এলাকায় আরো একজন আহত হন। তার নাম শামিমুল ইসলাম (২৫)। সে ওই এলাকার মো.জকরিয়ার ছেলে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক (চমেক) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘বজ্রপাতে নিহতের পরিবারকে সরকারিভাবে অর্থ সহায়তা দেওয়া হবে। এ ছাড়াও তাৎক্ষণিকভাবে যাতে তারা দাফন-কাফন করতে পারে সেজন্যও সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন