শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বাংলাদেশ ছাড়লেন ড. বিজন কুমার শীল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৩ এএম

বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুর গেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট উদ্ভাবন দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টায় দিকে তিনি জানান, এখন আমি বিমানবন্দরে অবস্থান করছি। সিঙ্গাপুরে চলে যাচ্ছি।

সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছিলেন ড. বিজন। তিনি গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে শিক্ষকতা করছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণ শুরু হলে পূব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তা শনাক্তে অ্যান্টিজেন্ট ও অ্যান্টিবডি কিটের উদ্ভাবন করেন। তবে তা এখনো অনুমোদন দেয়নি সরকার।

গত জুলাইয়ে তার ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয় । তারপর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর দেয়া হয়নি। ফলে কাজ করতে না পেরে এক ধরনের বাধ্য হয়ে দেশ ছাড়লেন ড. বিজন। ওয়ার্ক ভিসার অনুমতি পেলে তিনি আবার বাংলাদেশে কাজে ফিরতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Nazma Rahman ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০০ পিএম says : 0
ভাল মানুষের কদর নাই এইদেশে।
Total Reply(0)
TR Shaon ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০১ পিএম says : 0
উনি তো এদেশের নাগরিকই না, উনাকে নিয়ে এতো আশা দেখলাম ভাবলাম যে এদেশের সন্তান পরে শুনলাম এদেশের নাগরিকত্ব বাদ দিয়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন, উনার যা অর্জন তা সিঙ্গাপুরের নাগরিক হিসেবে। কি আর করার হতাশার দেশে আশার আলো নিভু নিভু, যারা এরকম তারা উন্নত জীবন মান নিয়ে ভালো থাকুক।
Total Reply(0)
Imran Khan ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০১ পিএম says : 0
জিনিয়াস গুলো এইভাবেই হারিয়ে যাচ্ছে..
Total Reply(0)
Santu Shil ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০১ পিএম says : 0
যে খানে থাকবেন দেশের জন্য কাজ করবেন, এটাই আশা করি,, আর সরকার কে কি বলবো,,,,
Total Reply(0)
Nazir Khan ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০২ পিএম says : 0
সোনার বাংলায়, সোনার মানুষের কদর নাই। এদেশ চোর,বাটপার, পা চাটা দালালদের। ভালো মানুষের জন্যে নয়।
Total Reply(0)
Shafikur Rahman ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০২ পিএম says : 0
ভাল মানুষ দেশে থাকবে না। ওরা দেশের জন্য কিছু করতে চাই। দেশ তা নিতে জানে না।
Total Reply(0)
কৌশিক অপু ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:০৩ পিএম says : 0
সোজা হিসাব আপনি ভালো কাজের সাথে যুক্ত ছিলেন। আমরা ভালো কাজকে সমর্থন করি না। খারাপ কাজকে উৎসাহ দি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন