বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১১ সপ্তাহ ক্ষমতায় থাকা কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪ পিএম

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার মারা গেছেন। গতকাল শনিবার ৯১ বছর বয়সী এই নেতা ইন্তেকাল করেন। ১৯৮০ এর দশকে মাত্র ১১ সপ্তাহ ক্ষমতায় ছিলেন তিনি। খবর বিবিসির
১৯৮৪ সালে টার্নার ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন কানাডার ১৭তম প্রধানমন্ত্রী। তবে বেশ কয়েক দশক ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মাত্র ৭৯ দিন টার্নার কানাডায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে খুব কম সময় ক্ষমতায় থাকার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন। পরে লিবারেল পার্টি থেকে ১৯৯০ সালে তিনি পদত্যাগ করেন।
টার্নার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর ক্ষমতায় আসেন কনজারভেটিভ পার্টির ব্রায়ান মুলরনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ইস্যু নিয়ে বরাবরই তার সমালোচনা করতেন টার্নার। টার্নার এবং মুলরনির বাকযুদ্ধ পত্রিকার শিরোনাম হতো সে সময়। সূত্র : আল-জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন