শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবরোধ ফেরানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইরানের ওপর জাতিসংঘ অবরোধ জোরালোভাবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটি একতরফা এ ঘোষণা দিয়ে বলেছে, অবরোধের নীতি কেউ ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়া হবে। এদিকে এ ধরনের ঘোষণায় যুক্তরাষ্ট্রের একা হয়ে পড়ার আশংকা তৈরি হলেও আন্তর্জাতিক উদ্বেগ এতে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর জাতিসংঘ আরোপিত প‚র্বের সকল নিষেধাজ্ঞা কার্যত ফিরিয়ে আনাকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র। তার বক্তব্য অনুযায়ী, এ ঘোষণা রবিবার গ্রিনিচ মান সময় ০০:০০টা থেকে কার্যকর হওয়ার কথা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র এ নীতি ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়ারও অঙ্গীকার করেছে। আর এ শাস্তির ধরণ যথেষ্ট রকম ভয়াবহ। কারণ ওই রাষ্ট্রকে আর মার্কিন আর্থিক পদ্ধতি কিংবা মার্কেটে প্রবেশ করতে দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রী আরও জানান, নীতি ভঙ্গকারীদের জন্যে কী কী পদক্ষেপ নেওয়া যাবে তা আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা দেয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৪৫ দিন বাকি। এ অবস্থায় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প সম্ভবত এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের ওপর সকল অবরোধ ফিরিয়ে আনার এ পদক্ষেপ কার্যত যুক্তরাষ্ট্রকে একা করে দিচ্ছে। কারণ চীন, রাশিয়াসহ ইউরোপের মিত্রদেশগুলোও এ পদক্ষেপের বিরোধিতা করছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া এক যৌথ চিঠিতে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি বলেছে, পুনরায় অবরোধ আরোপের যে কোনো সিদ্ধান্ত আইনের কার্যকারিতাকে অক্ষম করে দেবে। উল্লেখ্য, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার কারণে ইরানের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা ২০১৫ সালের চুক্তি অনুযায়ী মধ্য অক্টোবরে শেষ হওয়ার কথা। রয়টার্স, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন