শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লকডাউনের গল্পে জয়ার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৭ এএম

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব থমকে ছিল। প্রাণঘাতী ভাইরাসটি থেকে মুক্তি পেতে ঘরবন্দী ছিলেন সাধারণ থকে শোবিজ তারকা সবাই। এ তালিকায় বাদ পড়েননি অভিনেত্রী জয়া আহসানও। তবে লকডাউনের দিনেই নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। এমন খবর জানিয়েছেন জয়া নিজেই।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'মহামারীর মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় কাটাচ্ছিলাম, তখন পিপলু আর খান বললেন, 'চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।' তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানাকারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো।'

জয়ার কথায়, 'প্যানডেমিক এর মধ্যে একটা সিনেমার শ্যুট করবো তার উত্তেজনাটাই আসল। তাই এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। পরে পরিচালককে বলি, চলেন তৈরী করে ফেলি। তারপর মাত্র ১৫ দিনেই একটি ফিচার ফিল্মের শ্যুটিং শেষ করে ফেললাম।'

এই সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, 'ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না! সম্ভবত এটা এমনই একটা প্রজেক্ট। এটাও সত্যি যে, ১৫ দিনের শ্যুটিংটা একটা পাগলামি ছিল। শুধু তাই নয়, এত কম মানুষ নিয়ে একটা সিনেমার শ্যুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সাথে একটা সুন্দর অভিজ্ঞতাও হলো। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য।'

নাম ঠিক না হওয়া এই ফিচার ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক পিপলু আর খান। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি ও পরিচালক নিজেই। আর এটি প্রযোজনা করেছে পিপলু আর খানের 'অ্যাপলবক্স ফিল্মস', আবু শাহেদ ইমনের 'বক্স অফিস মাল্টিমিডিয়া' ও জয়া আহসানের 'সি তে সিনেমা'।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Nurunnesa Khatun ২১ সেপ্টেম্বর, ২০২০, ২:৩৩ পিএম says : 0
Please stop publishing these type of news
Total Reply(0)
Jahangir Hussain ২১ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৯ পিএম says : 0
এইসব বে..দের খবর প্রচার না করাই ভালো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন