শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬১ দশমিক ২ মিলিয়ন ডলার এক মাসে ব্যয় ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জোর প্রচারণা চালাচ্ছেন মূল দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। রবিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু গত আগস্টেই নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের ব্যয় হয়েছে ৬১ দশমিক ২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫১৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৪৮ টাকা। ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ফলে প্রচারাভিযান এখন প্রায় শেষ পর্যায়ে। তবে অনেক ভোটার রয়ে গেছেন যারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। মূল দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন উভয়েই চেষ্টা করছেন এই ঝুলন্ত ভোটারদের কাছে টানতে। তবে এমন ভোটারদের অনেকেই এই দুই প্রার্থীর কাউকে নিয়েই খুশি নন। তারপরও নির্বাচনি প্রচারণায় ঝুলন্ত ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প ও বাইডেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবির থেকেই বলা হচ্ছে, ২০২০ সালের এ প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ভোটারদের জীবনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। তারা প্রচারাভিযানের জন্য গত কয়েক সপ্তাহে যে পরিমাণ অর্থ তুলছে তা-ও নতুন রেকর্ড তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়বে। এখানে বলে রাখা দরকার, এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও বাইডেন শক্তিশালী প্রার্থী হলেও এর বাইরে আরও প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন লিবার্টারিয়ান পার্টির জো ইয়র্গেনসেন, গ্রিন পার্টির হাওয়ি হকিন্স, বার্থডে পার্টির কানিয়ে ওয়েস্ট, এ্যালায়েন্স এ্যান্ড রিফর্ম পার্টির রকি দে লা ফুয়েন্তে এবং কনস্টিটিউশন পার্টির ডন ব্ল্যাংকেনশিপ। তবে রাজনৈতিক বিবেচনায় মূল লড়াই হবে ট্রাম্প ও বাইডেনের মধ্যেই। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Asgar Alim ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪১ এএম says : 0
ট্রাম্পের টাকার অভাব নাই তাই খরচ করেছে।
Total Reply(0)
মেহেদী ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪১ এএম says : 0
েএই টাকা দিয়ে বাংলাদেশের মানুষদের ভোটই কিনে নেয়া য়ায়।
Total Reply(0)
বিপুলেন্দু বিশ্বাস ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪২ এএম says : 0
ট্রাম্প একজন ধনকুবের তার কাছে এটা কোনো অর্থই না।
Total Reply(0)
রাজি হোসেন ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪২ এএম says : 0
শুধু টাকার অপচায় ছাড়া কিছু না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন