বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইফায় চালু হচ্ছে আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

দীর্ঘ ২০ বছর পর ইসলামিক ফাউন্ডেশনে চালু হচ্ছে আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স। আগামী ১ অক্টোবর থেকে নিয়মিতভাবে আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে গবেষণা বিভাগের সেলে বিশেষ আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে ইফার মহাপরিচালক আনিস মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহার হোসেন, ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ ও পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন গবেষণা বিভাগের পরিচালক নূর মোহাম্মদ আলম। 

উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট সউদীর জেদ্দা, কাতার, কুয়েত, আবুধাবি, মিশর ও লিবিয়ায় বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারিদের নিয়ে এক মাসব্যাপী একটি বিশেষ আরবী ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ইফা কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md mizanur rahman ১৩ অক্টোবর, ২০২০, ৫:০২ পিএম says : 0
আরবী ভাষা শিক্ষা কোর্স
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন