মাগুরা জেলা সংবাদদাতা : বিএনপি মাগুরা জেলা কমিটির আহ্বায়ক নিতাই রায় চৌধূরী সাধারণ কর্মীদের তোপের মুখে জেলা আইনজীবী সমিতির কার্যালয় ত্যাগ করতে বাধ্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আহ্বায়ক কমিটির এক সভা করার জন্য পুলিশের অনুমতি না পেয়ে সভা বাতিল করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে কয়েকজন আইনজীবীর সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে নির্যাতিত জেলা বিএনপির সাধারণ কর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় কর্মীরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বিগত আন্দোলন সংগ্রামের সময় কোন ভুমিকা না রেখে নিজে সকল বিপদ থেকে দুরে থেকে এখন মাগুরায় উপস্থিত হওয়ার প্রতিবাদ জানায়। এ সময় সিনিয়র আইনজীবী ও পুলিশের সহযোগীতায় নিতাই রায় চৌধুরী স্থান ত্যাগ করেণ। উল্লেখ্য গত ১৮ জানুয়ারি কেন্দ্র থেকে মাগুরা জেলা কমিটি ভেঙ্গে আকস্মিকভাবে বিতর্কিত নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ঘটনায় নতুন করে সংগঠিত বিএনপির নেতাকর্মীরা হতবাক হয়। নিতাই রায় চৌধুরী আইনজীবী সমিতির কার্যালয়ে এসে কয়েকজন আইনজীবীর সাথে সৌজন্য সাক্ষাত করতে আসলে এ ঘটনা ঘটান হয়।
সংবাদ সম্মেলনে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন