মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাকড়সা গিলছে আস্ত পাখি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ছোট ছোট পাখির খাবার হল পোকামাকড়। কখনো আবার মাকড়সা পেলে তাও সটান চলে যায় পেটে। কিন্তু কখনো দেখেছেন একটি মাকড়সা গোটা একটি পাখিকে আস্ত গিলে খাচ্ছে? শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটিজেনদের অনেকেই তা দেখে হতবাকও হয়েছেন। টুইটারে নেচার ইজ স্কেয়ারি নামক একটি পেজে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আর শেয়ার করার পরই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি দৈত্যাকার মাকড়সা একটি আস্ত পাখিকে গিলে ফেলার চেষ্টা করছে।
জানা গেছে, বিশালাকার ট্যারান্টুলা মাকড়সার পরিবারের সদস্য ওই মাকড়সাটির নাম অ্যাভিকুলারিয়া। এই মাকড়সাটি পাখিটিকে আস্ত গিলে খাওয়ানোর চেষ্টা করে। তাদের শরীরজুড়ে নরম পশম এবং দীর্ঘ পা রয়েছে।
প্রায় এক মিনিটের ভিডিওর শেষে মাকড়সাটি পাখিকে খেতে পেরেছে কি না তা জানা যায়নি। আসলে এই প্রজাতির মাকড়সাকে দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। তারা গাছ এবং গুল্মে বাস করে। পাখি এবং ইঁদুরই এদের প্রধান খাদ্য। আর তাই নিজের থেকেও আকৃতিতে বড় একটি পাখিকে আক্রমণ করে মাকড়সাটি। সূত্র : নিউজউইক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
রুহান ২২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৬ এএম says : 0
আল্লাহু আকবার
Total Reply(0)
শোয়েব ২২ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৪ এএম says : 0
সৃষ্টি জগতে আরও অনেক আশ্চার্য বিষয় দেখার বাকি আছে
Total Reply(0)
নওরিন ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:১১ এএম says : 0
ভিডিওর লিংকটা নিউজে দিয়ে দিলে আমরাও দেখতে পারতাম
Total Reply(0)
হেদায়েতুর রহমান ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২ এএম says : 0
এগুলো কি শেষ জমানার আলামত ?
Total Reply(0)
জাহিদ ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৪ এএম says : 0
অবাক হওয়ার মত নিউজ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন