বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভিয়েতনাম ও কাতার ফেরত শ্রমিককে মুক্তি দিতে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ শ্রমিককে কেন মুক্তি দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহউদ্দিন রিগ্যান। রুলের বিষয়ে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দুইজনসহ ৮৩ শ্রমিকের মুক্তি চেয়ে রিট করা হয়। রিটে উল্লেখ করা হয়, গত ১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে গ্রেফতার ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দুইজনসহ ৮৩ জন শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার। তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন