বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বন্ধু ভিদালকে আবেগঘন বিদায় মেসি-সুয়ারেজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ক্যাম্প ন্যুতে মাত্র দুই বছর খেলেছেন আর্তুরো ভিদাল। কিন্তু এ সময়েই লিওনেল মেসির খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন তিনি। শুধু মেসি নয়, লুইস সুয়ারেজের সঙ্গেও তার বন্ধুত্বটা চমৎকার। আর বিদায় বেলায় সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে এ চিলিয়ান তারকাকে বিদায় দিলেন মেসি ও সুয়ারেজ।
২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে ভিদালকে কিনে আনে বার্সেলোনা। তবে দলটিতে নতুন কোচ রোনাল্ড কোম্যান যোগ দেওয়ার পর থেকেই জায়গা নড়বড়ে হয়ে যায় তার। নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথা সাফ জানিয়ে দেন কোচ। ফলে বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিচ্ছেন ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভিদালকে বিদায় জানিয়ে মেসি লিখেছেন, ‘আমরা শুধু মুখোমুখি লড়াইয়ে একে অপরকে চিনতাম এবং তোমাকে সবসময়ই একজন ফেনোমেনন হিসেবে দেখেছি। তবে আমি খুব ভাগ্যবান যে তোমাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ পেয়েছি এবং তুমি আমাকে আরও অবাক করে দিয়েছ।’ নতুন ক্লাবে যোগ দেওয়ায় তাকে শুভ কামনা জানাতেও ভোলেননি বার্সা অধিনায়ক, ‘দুই বছর এক সঙ্গে থাকা অনেক এবং নজর কাড়ার জন্য অনেক কিছুই করেছ। ড্রেসিং রুম তোমাকে মিস করবে, আর্তুরো। নতুন ক্লাব ও নতুন যুগে তোমাকে শুভ কামনা। আমরা অবশ্যই আবার দেখা করব।’ ভিদালও হৃদয়বিদারক মেসেজে এর উত্তর দিয়েছেন, ‘ধন্যবাদ, অ্যালিয়েন। ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারা আমার জন্য সম্মানের এবং অবশ্যই তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। আমি এরমধ্যেই তোমাকে মিস করা শুরু করে দিয়েছি। শীগগিরই আবার দেখা হবে।’
ইনস্টাগ্রামে সুয়ারেজ ভিদালকে বিদায় জানিয়ে লিখেছেন, ‘প্রতিপক্ষ হিসাবে থাকা তোমাকে পাওয়া মেনে নেওয়া যায়না। কারণ তুমি একজন খেলোয়াড় হিসাবে কতটা দুর্দান্ত, তবে আপনাকে একজন সতীর্থ, বন্ধু হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবে জানার পর বুঝেছি, তুমি আরও বড়!’ সুয়ারেজও নতুন ক্লাবে ভিদালকে শুভ কামনা জানিয়েছেন, ‘তোমার মতো সুপারস্টারের সঙ্গে (অভিজ্ঞতা) শেয়ার করতে পেরে আনন্দিত। নতুন মঞ্চে তোমাকে শুভ কামনা। আমরা আবার দেখা করব...।’ ভিদালও উরুগুইয়ান তারকার মেসেজের উত্তরে তাকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘ধন্যবাদ ভাই পিসতোলেরো (সুয়ারেজের ডাক নাম)। তুমি একজন কিংবদন্তি, সুপারস্টার এবং আমার জন্য ইতিহাসের অন্যতম সেরা গোলদাতার সঙ্গে খেলতে পারা সম্মানের।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন