শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কোনো দেয়াল নেই

সচিবালয়ে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের মধ্যে কোনো দেয়াল নেই। এক সময় যে কৃত্রিম দেয়াল ছিল তাও অপসারণ হয়ে গেছে। তিনি বলেন, ২১ বছর বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের যেই কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দু’দেশের সরকার এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত উদার এবং ভবিষ্যতমুখী।
গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বিদায়ী সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, রীভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে ক‚টনীতিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। বাংলাদেশকে অনেক মিস করবেন বলেও জানান বিদায় বেলায় জানান রীভা গাঙ্গুলি।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Azad ২২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১০ এএম says : 0
হা এখন থেকে ভারতের কাঁটাতারের পাসে উঁচু ও শক্তিশালী বেড়িবাঁধ দিয়ে ভারতের আসা যত সব কিছুই আসতে না পারে টুটাললি সিলগালা করে দিতে হবে এছাড়া আমাদের দেশের সাথে ভারতের আসা যাওয়া সব কিছু বন্ধ করতে হবে
Total Reply(0)
মোহাম্মাদ সাকিব হাসান হাবীব ২২ সেপ্টেম্বর, ২০২০, ৮:২৩ পিএম says : 0
সবাই স্বার্থের জন্য ছুটে।কেউ দেশ ও দশের জন্য ,কেউ নিজের জন্য ।যারা নিজের জন্য ছুটে তারা তো প্রকৃত সফল হতে পারেই না সাথে যারা উপস্থিত ছলনার ছুট দেয় দেশ ও দশের জন্য -আঁড়ালে সমর্থন ও ক্ষমতার বিস্তার।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন