শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন রাশিয়া ইরান পাকিস্তানের বিধ্বংসী সামরিক মহড়া শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৮ পিএম

কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ককেশাস-২০২০ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর। রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনাবাহিনী অংশ নিয়েছে। -পার্সটুডে
মস্কো বলছে, ককেশাস-২০২০ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেয়। এছাড়াও বিধ্বংসী যুদ্ধাস্ত্র আড়াইশ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশ’ আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নিয়েছে। কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেয় ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় ৬০টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন