শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিবগঞ্জে আট লাখ টাকার মাছ নিধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর মৌজায় একটি জলাশয়ের প্রায় দেড়’শ মন মাছ নিধন হয়েছে। এতে মাছ চাষীদের আট লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রতিকার চেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন লিজ গ্রহিতা হারুন অর রশিদ। সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার দুলর্ভপুর মৌজার কালপুর এলাকার আট বিঘার একটি জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল হারুন অর রশিদ। তিনি বাংলা সনের ১৩২৬-৩১ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি দশ লাখ টাকায় লিজ নেন। হঠাৎ করে গত তিন দিন ধরে জলাশয়ে থাকা বিভিন্ন প্রজাতির সবগুলো মাছ মরে ভেসে উঠে। মাছ চাষী হারুন অর রশিদ বলেন, প্রথমে হাতে গোনা কয়েকটি মাছ মরে ভেসে উঠে। পরে মাছগুলো পার্শ¦বর্তী স্থানে ফেলে দিই। কিন্তু টানা তিন দিন ধরে পুকুরের সব মাছ মরে সাবাড় হয়ে যায়। তবে মাছগুলো মরে যাওয়ার প্রকৃত কারণ জানতে পরীক্ষার জন্য স্থানীয় মৎস্য অফিস বরাবর লিখিত আবেদন করেছেন তিনি। এ বিষয়ে জানতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল জানান, ওই মাছ চাষী মৌখিকভাবে জানিয়েছেন। পরীক্ষার জন্য জলাশয়ের পানি ও মাছ ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন