মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক জেলে

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় কথিত সাংবাদিক রাজিব (৩০) তালুকদারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে বিচারক আশরাফুল ইসলাম জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাজিব উপজেলার বানাই গ্রামের মুজিব তালুকদারের ছেলে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহিলা ইউপি সদস্য আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে রাজিব তালুকদারসহ ৩ জনের বিরুদ্ধে ১০ জুলাই কাঁঠালিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, বাল্যবিয়ের বিষয় নিয়ে ইউপি সদস্যকে ভয়ভীতি দেখায় রাজিব তালুকদার। পরে ফেসবুকে পোস্ট দিয়ে ইউপি সদস্যের সম্মান নষ্টকরার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। গত ৩০ জুন ও ৫ জুলাই দুই দফায় চাঁদাদাবি করা হয়। এ ঘটনায় রাজিবকে আরও ২ জন সহযোগীতা করেন। তারা হচ্ছেন আনইলবুনিয়া গ্রামের রাব্বানি হাওলাদার ও রাজিব খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন