সেন্টমার্টিনে তীব্র ঢেউয়ের আঘাতে জোয়ারের পানিতে ভাঙন ধরেছে। এর ফলে দ্বীপের চারপাশে ব্যাপক ভাঙনে কবরস্থান, কটেজ ও পুলিশ ফাঁড়ি।
সেন্টমার্টিন দ্বীপের জেলেরা জানিয়েছেন, গত রাতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের নৌ ঘাটে নোঙ্গর করা অবস্থায় চারটি ফিশিং ট্রলার ও একটি সার্ভিস ট্রলার ডুবে গেছে। উত্তাল ঢেউয়ের কারণে এগুলো এখনো উদ্ধার করতে পারেনি।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার থেকে পর্যটকবাহী কর্নফুলী জাহাজ ও টেকনাফ থেকে কোন ধরণের যাত্রীবাহি ট্রলার সেন্টমার্টিন যেতে পারেনি। সেন্টমার্টিন ইউপি মেম্বার ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিব জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ ও কক্সবাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া প্রবল ঢেউয়ের আঘাতে দ্বীপে ভাঙন দেখা দিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ও ৩ নং সর্তক সঙ্কেত থাকায় টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সব ধরনের চলাচল বন্ধ রাখা হয়েছে। অবস্থা স্বভাবিক হয়ে গেলে চলাচল শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন