শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃষ্টিতে স্থবির মুম্বাই : রেললাইনও ডুবে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ এএম

করোনাভাইরাসে যখন নাকাল মুম্বাইবাসী তখন আরেক বিপর্যয় নেমে আসে তাদের জীবনে। প্রবল বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ভারতের মুম্বাই। শহরের বিভিন্ন জায়গায় যেমন পানি জমেছে, তেমনি পানি উঠেছে রেললাইনের ওপরেও।

তুমুল বৃষ্টিতে পানির নিচে রাস্তা, বাতিল একাধিক ট্রেন, বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে৷

আবহাওয়া অফিস আগেই জানানো হয়েছিল যে বুধবার মুম্বাইতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
বহু জায়গায় মানুষ আটকে গেছে৷ পুলিশ স্থানীয় মানুষের সাহায্যে তাদের উদ্ধার করেছেন এবং সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছেন৷ অতিভারি এই বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে৷

বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে৷মঙ্গলবার মাঝরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। পানি জমে যাওয়ায় সেন্ট্রাল রেলওয়ে একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে৷

অন্যদিকে দিল্লিতেও এদিন হালকা বৃষ্টি শুরু হয়েছে৷ এর জেরে মঙ্গলবারের প্রচণ্ড অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে৷ দিল্লিতে গত ১৩ দিনে বৃষ্টি হয়নি। ৮ সেপ্টেম্বর সফদরগঞ্জে শেষ বৃষ্টি হয়েছিল৷ চলতি মাসে দিল্লিতে কেবল ৩ দিন বৃষ্টি হয়েছে৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন