বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় সরকারপন্থী বাহিনী ও আইএস সংঘর্ষে ২৮ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৩:২৯ পিএম

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারপন্থী বিভিন্ন বাহিনী এবং ইসলামিক স্টেট গ্রুপ জিহাদিদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বিমান হামলায় কমপক্ষে ২৮ যোদ্ধা নিহত হয়েছে। খবর এএফপি’র।

দেশটির মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘আইএস সোমবার থেকে রাকার বদিয়া এলাকায় সিরিয়ার সৈন্য এবং মিত্রদের অবস্থান ও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সরকারি বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।’

ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান এএফপি’কে বলেন, সেখানে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ জিহাদি নিহত হয়েছে।
২০১৯ সালের মার্চে পরাজিত হওয়ার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপ সেনা ও কুর্দি বাহিনী লক্ষ্য করে প্রায় ভয়াবহ হামলা চালায়।
গত আগস্টে জিহাদিরা দিয়ার ইজোর নগরীর কাছে এক হামলা চালানোর দাবি করে। সেখানে ওই হামলায় এক জেনারেল এবং দামেস্ক সরকারের মিত্র রুশ সেনাবাহিনীর অপর দুই সৈন্য নিহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন