শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৯ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনকে সামনে রেখে বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত দুইপক্ষ। সভাপতি প্রার্থী কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এবং সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে।

নানা প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে দেশের কয়েকটি বিভাগে প্রচারণা চালিয়েছে সালাউদ্দিন বিরোধীরা। অন্যদিকে ইশতেহার ঘোষণার পর থেকে রাজধানীতেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সম্মিলিত পরিষদ। এ ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্লাবের ভোটারদের সঙ্গে বসেছিলেন সালাউদ্দিন-সালামরা। বুধবার তারা বসেছিলেন জেলার ভোটারদের সঙ্গে।

শেখ আসলাম নিজের প্যানেলের সবাইকে নিয়ে প্রচারণার ব্যস্ত সময় কাটালেও এখনো প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণা করেননি। যদিও বুধবার সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এই পরিষদের নেতা সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আসলাম জানান, তারা ১ অক্টোবর প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান করবেন।

এদিকে ভোটকে সামনে রেখে দুই পক্ষের মধ্যে কিছুটা কাদা ছোঁড়াছুড়ি শুরু হওয়ায় আচারণবিধি মানতে প্রার্থীদের কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ‘বাফুফে নির্বাচন বিধিমালার ৭(৭) ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিধিসমূহ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনদিন আগে সম্মিলিত পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আবদুস সালাম মুর্শেদী বিভিন্ন লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিপক্ষ প্রর্থিীকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তথ্যটি নির্বাচন কমিশনের কানে পৌঁছালে তারা বিজ্ঞপ্তি জারি করে। নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ এবং বিতর্কমুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন