বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একসঙ্গে ছয় নাটক নির্মাণ করছেন এমদাদুল হক খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

একসঙ্গে ছয়টি নাটক নির্মাণ করতে যাচ্ছেন সময়ের এই ব্যস্ততম নাট্যনির্মাতা এমদাদুল হক খান। ২৫ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাটকগুলোর শুটিং শুরু হবে। নাটক ছয়টি হচ্ছে, বিরূপ বসন্ত, লোভ, প্রিয় শত্রু, মায়াজাল, পল্টি এবং ব্রেকআপ। বিরূপ বসন্ত নাটকটি রচনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। মায়াজাল ও লোভ রচনা করেছেন আশিক চৌধুরী এবং প্রিয় শত্রু, পল্টি ও ব্রেকআপ রচনা করেছেন জুয়েল কবির। নাটকগুলোতে অভিনয় করবেন সাজু খাদেম, সাব্বির আহমেদ, আশিক চৌধুরী, মানসী প্রকৃতি, অরিন, সানজিদা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, লুবনা নাজনীন, বাপ্পীরাজ, আনোয়ার হোসেনসহ অনেকেই। একসঙ্গে ছয় নাটক নির্মাণ প্রসঙ্গে এমদাদুল হক খান বলেন, করোনার কারণে নানা সীমাবদ্ধতা নিয়ে নাটক নির্মাণ করতে হচ্ছে। এ কারণে একসঙ্গে ছয়টি নাটক নির্মাণ করার কথা ভেবেছি। নাটকের গল্পগুলো অসাধারণ। আশা করছি, দর্শক নাটকগুলোতে নতুনত্বের ছোঁয়া পাবেন। এমদাদুল হক খান স¤প্রতি প্রেমিক পুরুষ জগলু ভাই নামে একটি নাটকের নির্মাণ কাজ শেষ করেছেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চাশতম নাটক। শিগগিরই এটি বেসরকারী একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, ২০১৩ সালে মনের সেলুলয়েড দিয়ে নাটক পরিচালনা ক্যারিয়ার শুরু করেন এমদাদুল হক খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন