শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিছিয়েই যাচ্ছে লঙ্কা যাত্রা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

একদিকে এগিয়ে আসছে সফরে যাওয়ার দিন, তবে এখনও পরিস্কার কোনো জবাব দিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট। ঠিক এক মাস পরই প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। সিরিজ শুরুর আগে কোয়ারেন্টিন মেনে অনুশীলন পর্ব চালাতে হলে হাতে যথেষ্ট সময় নিয়ে সফরে যাওয়া উচিৎ। তবে প‚র্বনির্ধারিত স‚চি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর টাইগারদের শ্রীলঙ্কা উড়াল দেওয়া হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।
গত ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি জানান, শ্রীলঙ্কার দেওয়া কঠিন শর্ত মেনে সফরে যাবে না বাংলাদেশ। এরপর ৯ দিন পার হয়ে গেলেও মেটেনি জটিলতা। ফিকে হয়ে আসছে সিরিজের সম্ভাবনা। গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, সুনির্দিষ্ট করে নিজেদের চাওয়া শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়ে জবাবের জন্য অপেক্ষা করছেন তারা, ‘শ্রীলঙ্কা যেটা বলেছে, তাদের যে কোভিড টাস্ক ফোর্স বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে তাদের হেলথ গাইডলাইন কতটুকু শিথিল করা যায় সেটা নিয়ে কাজ করছেন। আমরা আমাদের প্রস্তুতি ২৭ তারিখ (যাত্রা) ধরেই এগোচ্ছি, তবে এই মুহ‚র্তে ২৭ তারিখ ট্রাভেল করা চ্যালেঞ্জিং হবে। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই, সেক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় আমরা করে নেব।’
করোনাভাইরাস পরিস্থিতিতে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিরছে ক্রিকেট। সে সব দেশের সঙ্গে শ্রীলঙ্কার দেওয়া শর্ত কতটা আলাদা। সেই তুলনায় এই মুহ‚র্তে যেতে চাইলেন না সিবিরি প্রধান নির্বাহী, ‘সুনির্দিষ্ট করে এই মুহ‚র্তে আমি কিছু বলতে পারছি না। তবে আমাদের জন্য যেটা সহনীয় পর্যায়ের সেটা আমরা চাচ্ছি। সে বিষয়গুলো আমরা তাদের জানিয়েছি। আর যেহেতু এনিয়ে শ্রীলঙ্কা বোর্ডও কিছু বলছে না, তাই এগুলো এখন আমাদের মধ্যেই থাক। পাবলিকলি কিছু বলতে চাচ্ছি না। আমি আবারও বলছি, যদি কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয়, সেটা আমরা করব এবং সে ব্যাপারে আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। সেক্ষেত্রে আমরা চাই এসএলসি যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফিডব্যাকটা দিক, সে অনুযায়ী আমরা পরিকল্পনা করতে পারব।’
গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ দুই রাউন্ডের পরই স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলে দেশে শিগগিরই ঘরোয়া ক্রিকেট ফেরানোর কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তবে সফরটি হলেও একই সময়ে ঘরোয়া ক্রিকেট ফেরানোর চিন্তা করছে বিসিবি।
গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে এসে ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে আশাবাদি খবর দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী। আপাতত প্রিমিয়ার লিগ চালু না করলেও অন্য যেকোনোভাবে দেশের ক্রিকেট ফেরাতে চায় বিসিবি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট দুটোই ফেরানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা, ‘আমাদের কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনা আছে দুটোই পাশাপাশি এগিয়ে নিতে। আমরা এই সফরটাও যদি করি, তারপরও ঘরোয়া ক্রিকেট শুরুর একটা পরিকল্পনা আছে।’
একটি স‚ত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সফর হলে জাতীয় লিগ বা বিসিএল দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট ফেরানো হতে পারে। আর শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলে পরিকল্পনায় আসবে কিছুটা বদল। তখন দেশের শীর্ষ ক্রিকেটারদের তিন, চারটি দলে ভাগ করে আয়োজন করা হতে পারে একটি টুর্নামেন্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন