শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুস্থ হয়ে ফিরলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

জার্মানির হাসপাতাল থেকে বিষমুক্ত হয়ে দেশে ফিরছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। তাকে চিকিৎসা দেয়া বার্লিনের চ্যারিটি হাসপাতাল বলেছে, ২৪ দিন ইনটেনসিভ কেয়ারে থাকার পর অ্যালেক্সি নাভালনির শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সুস্থ হয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নাভালনি জানিয়েছেন, ডাক্তাররা তাকে পূর্ণ সুস্থতার আশ্বাস দিয়েছেন। গত ২০ আগস্ট সাইবেরিয়ার মিনস্কে নির্বাচনী প্রচারণার পর মস্কোর উদ্দেশ্যে বিমানের ওঠার পর হুট করেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। জরুরি বিমান অবতরণ করে মিনস্কের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর তাকে বার্লিনের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অন্যতম সমালোচক নাভালনির শরীরের নমুনা পরীক্ষা করার পরে ধারণা করা হয়, নাভালনির শরীরে নভিচক নাভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল।

নাভালনির মিত্র ও সহযোগিদের দাবি, তাকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে ক্রেমলিন এই ঘটনায় যে কোনো ধরণের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। যদিও পুতিনের ওপর দীর্ঘদিন ধরেই সমালোচক ও বিরোধীদের ওপর সোভিয়েত যুগের বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার সুপ্রিমকোর্ট এক রায়ে নাভালনির রাজনৈতিক দল ‘রাশিয়া অব দ্য ফিউচার পলিটিক্যাল পার্টি’ বিলুপ্ত করেছে। আদালত বলেছে, দেশটির বিচার মন্ত্রণালয়ের অনুরোধ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একবছর আগে নাভালনির দলকে নিবন্ধন দিতে অস্বীকৃতি জানায় দেশটির বিচার মন্ত্রণালয়। সূত্র : বিবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন