বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে বিমানে গেল ইয়াবা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম


 রাজশাহীতে প্রায় সাড়ে নয় হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, ইয়াবাগুলো কক্সবাজার থেকে উড়োজাহাজে করে রাজশাহীতে আনা হয়। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ইয়াবাগুলো জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার সৈয়দ আলম, চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের মোছা. চাঁন বানু ও তার মেয়ে মোছা. সম্পা খাতুন র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যান একই এলাকার সিদ্দিকুর রহমান ও টেকনাফের আবদুল মজিদ। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাড়ির মালিক সিদ্দিকুর রহমান ও টেকনাফ থেকে আসা আবদুল মজিদ বাড়ির জানালা দিয়ে পালিয়ে যান। এ সময় ওই বাড়ির ড্রেসিং টেবিলের নিচে স্কচ ট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯৩১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ২৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোনসেট, পাঁচটি সিমকার্ড ও তিনটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযানটি পরিচালনা করে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন