বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চরমোনাই মাদরাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা শিহাব উদ্দীন আশরাফের ইন্তেকাল

পীর সাহেব চরমোনাই’র শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩২ এএম

চরমোনাই মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা শায়েখ শিহাবুদ্দিন আশরাফ বুধবার সকালে দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা গোপালগঞ্জ মাদরাসায় হাইআতুল উলইয়ার পরীক্ষার প্রধান নেগরান হিসেবে দায়িত্ব পালনকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ কওমীয়া মাদরাসার শায়খে বুখারী ও এ মাদরাসার প্রবীণ উস্তাদ ছিলেন। এর আগে তিনি জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। তিনি বলেন, মাওলানা শিহাবউদ্দীন আশরাফ একজন প্রচারবিমূখ আলেমেদ্বীন ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি হাদিসের খেদমতে কাঁটিয়েছেন। তিনি একাধিক গ্রন্থের লেখকও ছিলেন। ছাত্রদের কাছে প্রবল জনপ্রিয় একজন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন সমাদৃত। আমলে-ঈমানে তিনি সবার কাছেই ছিলেন শ্রদ্ধার পাত্র। মহান রব্বুল আলামিন এ মহান আলেম ও বুজুর্গের সকল গোনাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে ধৈর্যধারণ করার তওফিক দিন। গতকাল বুধবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজাশেষে ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার চেচরিরামপুর ইউনিয়নের কৈখালী গ্রাম মরহুমের লাশ দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন