শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মিরে আরেক বিজেপি নেতা গুলিতে ঝাঁঝরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ এএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান বিজেপি নেতা ভূপিন্দর সিংকে নিজ বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বাদগাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরে নিজের বাড়ির পরিবর্তে নিজের পৈত্রিক গ্রাম দালওয়াশের দিকে রওনা দেন তিনি। এ নিয়ে পুলিশকে কিছুই জানাননি ভূপিন্দর। গ্রামে নিজের বাড়িতে ঢোকার মুখেই তাকে ঘিরে ধরে গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে একের পর এক বিজেপি নেতাদের হত্যার বিষয়ে চিন্তায় ভারত সরকার। বিজেপি নেতা তথা বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ভূপিন্দর সিংকে এই একই কারণে অর্থাৎ নিরাপত্তাজনিত কারণেই ২ জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। উল্লেখ্য, এই হামলার ঘটনার আগে তিনি নিরাপত্তারক্ষীদের ছেড়ে দেন।
গত কয়েকদিনে কাশ্মিরে বিজেপি নেতাদের উপর চতুর্থ হামলা। এর আগে কুলগামেরই আরেক পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করা হয়। এর আগে গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তার বাবা এবং ভাইকে বান্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ওয়াসিম বান্দিপুরের জেলার বিজেপি প্রধান ছিলেন। সূত্র : জি নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
জাহাঙ্গীর ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১:৪৮ পিএম says : 0
ভালো খবর
Total Reply(0)
কামাল রাহী ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪২ পিএম says : 0
কঠোরতার পরিনাম ধংস!
Total Reply(0)
Md Nizam ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪২ পিএম says : 0
জম্মু কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।
Total Reply(0)
Right View Humanity ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪২ পিএম says : 0
ধন্যবাদ, কাশ্মীরের জনগন
Total Reply(0)
নিসাৱ আলী নিসাৱ ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪২ পিএম says : 0
এইটা বিজেপির কাজ।মুসলমান্দের উপর দোষ চাপানোর জন্য
Total Reply(0)
MD Emran H Jahangir ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৩ পিএম says : 0
যাঁরা আমাদের ভাই-বোনদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে জবাব দেওয়ার জন্য এর চেয়ে কঠিন পদক্ষেপ নিলেও কম হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন