স্পোটর্স রিপোর্টার : অলিম্পিক গেমসে এর আগেও অংশ নিয়েছেন বাংলাদেশের কৃতী সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ২০১২ লন্ডন অলিম্পিকের পুলে নামার পর ব্রাজিলে ক্যারিয়ারে দ্বিতীয় অলিম্পিক পুলে নামছেন তিনি। আজ রিও’র অ্যাকুয়াটিক সুইমিং সেন্টারে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের পঞ্চম নম্বর হিটে নামবেন সাগর। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে সাঁতার শুরু করবেন দেশসেরা এই সাঁতারু।
বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। এ আসরে সাফল্য না পেলেও অংশ নেয়াটাই অনেক অ্যাথলেটের জন্য সর্বোচ্চ আকাক্সক্ষা। ১৯৮৪ সাল থেকে অংশ নিলেও অলিম্পিক থেকে সব সময়ই খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। হয়তো এবারো তাই হবে। তারপরও প্রত্যাশা থেকেই যায়। এবারের রিও অলিম্পিকে বাংলাদেশের সাত ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। যাদের মধ্যে গলফার সিদ্দিকুর রহমান সরাসরি এবং বাকি ছয়জন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলার সুযোগ পেয়েছেন। রিও অলিম্পিকে অংশ নেয়া বাংলাদেশের সাত ক্রীড়বিদের মধ্যে ব্যতিক্রম মাহফিজুর রহমান সাগর। কারণ এদের মধ্যে কেবল তারই রয়েছে টানা দু’টি অলিম্পিক গেমসে খেলার অনন্য রেকর্ড। ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নিয়েছিলেন সাগর। ওই আসরের হিটে ২৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে ৩৯তম হয়েই বিদায় নিতে হয়েছিলো তাকে। এবার রিওতেও একই ইভেন্টে পুলে নামছেন লাল-সবুজের সাঁতারু। তবে মঞ্চ ভিন্ন হলেও প্রত্যাশা অভিন্নই। অলিম্পিক গেমস সাঁতারে একটু ভালো করার প্রত্যাশা তার। আর এ প্রত্যাশায় দ্বিতীয়বারের মতো অলিম্পিকের পুলে নামবেন নৌবাহিনীর সাঁতারু সাগর। ঘরোয়া আসরে পদকের পর পদক জিতলেও আন্তর্জাতিক আসরে তেমন সোনালী সাফল্য নেই তার। ২০১০ সালে ঢাকা এসএ গেমসে দু’টি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। এরপর আন্তর্জাতিক কোন আসরে পদকের দেখা পাননি। রিও’র পুলে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশসেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন