বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে সংসদীয় কমিটির সুপারিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৫ পিএম

খাদ্যে ভেজাল মেশানো বন্ধে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে ষষ্ঠ বৈঠক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকটিতে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন এবং বেগম আঞ্জুম সুলতানা অংশগ্রহণ করেন। জানা যায়, বৈঠকে ৫ম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিগত ১ম বৈঠক থেকে ৪র্থ বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন