রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

সউদি আরবের পর এবার বাংলাদেশি কর্মীদের ওমানে ফিরে যাওয়ার সুখবর : পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৭ পিএম

সউদি আরবের পর এবার বাংলাদেশি কর্মীদের ওমানে ফিরে যাওয়ার সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার নিজ দপ্তরে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীরা ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন। দেশটির সরকার নোট ভার্বাল দিয়ে এ তথ্য জানিয়েছে যে, যতো বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে তারা যদি এখন আবার ওমানে ফিরতে চান ফিরতে পারবেন।
এজন্য কোনো শর্ত বা দূতাবাসের নো অবজেকশন সার্টিফিকেটও প্রয়োজন হবে না। ওমান যেতে প্রবাসীদের এখন ওমানের ভ্যালিড রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ থাকতে হবে। ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। তারা যাতে আবার ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন