শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেলারুশে বিরোধীদের আরো বিক্ষোভের ডাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১০ এএম

ভোটের স্বচ্ছতা প্রশ্নে গণবিক্ষোভ কিংবা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আন্তর্জাতিক আহŸান; সব কিছু উপেক্ষা করেই টানা ষষ্ঠ মেয়াদের জন্য বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। দীর্ঘ ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতা আঁকড়ে থাকা লুকাশেঙ্কো বুধবার নতুন মেয়াদের জন্য শপথ নেন। সাধারণত অত্যন্ত জাঁকজমক প‚র্ণভাবে জাতীয় অনুষ্ঠান হিসেবে লুকাশেঙ্কোর শপথের আয়োজন হয়। কিন্তু এবার অনেকটা আকস্মিকভাবেই শপথ নিয়েছেন তিনি। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসা বিরোধীপক্ষ এই শপথ অবৈধ বলে নিন্দা জানিয়ে আরও বিক্ষোভ কর্মস‚চির ডাক দিয়েছে। বিরোধীরা বুধবার বিকাল থেকেই আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছে। এদিন বিক্ষোভেকারীদের ছোট একটি দল বিরোধীদের লাল-সাদা পতাকা হাতে রাজধানীতে জড় হয়। তারা ‘সাশা বেরিয়ে আসুন, আমরা আপনাকে শুভেচ্ছা জানাবো!” বলে চিৎকার করছিল। লুকাশেঙ্কোর ডাক নাম সাশা। ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় আছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হওয়ার কথাও বলা হয়। বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেয়ার চেষ্টা শুরু হয়েছে। গত ৯ আগস্ট বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে লুকাশেঙ্কো আবারও বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন। কিন্তু বিরোধী দলগুলো ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং ভোটের ফলাফল প্রত্যাহার করে ওই দিন রাত থেকেই সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন