শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কিউবার মদ-সিগারেটে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম


কিউবা থেকে মদ ও সিগারেট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা জানান। নতুন সিদ্ধান্তের আওতায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটি থেকে যুক্তরাষ্ট্রে সিগারেট ও মদ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মার্কিন নাগরিকদের কিউবা সরকারের মালিকানাধীন কোনও স্থাপনায় অবস্থান না করতে বলা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের প্রতি আহŸান জানাবো যে, কিউবা থেকে যেন তারা সিগারেট ও মদ আমদানি না করেন।’ তিনি বলেন, ‘কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে আমি ঘোষণা করছি যে, আমাদের অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যেন তারা কিউবায় কোনও সরকারি স্থাপনায় অবস্থান না করে।’ ট্রাম্পের দাবি, তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে। আল-জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন