বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

খলনায়ক থেকে নায়ক রামোস

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আবারো রিয়াল মাদ্রিদের দুঃসময়ে দলের ভাগ্য ফেরালেন সার্জিও রামোস। উয়েফা সুপার কাপে নির্ধারিত সময় পর্যন্ত ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া এগিয়ে ছিল ২-১ গোলে। সেভিয়া শিবিরে যখন জয়োল্লাসের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন, ঠিক এমন সময়ে প্রদীপের নিচে আসেন দলীয় অধিনায়ক। যোগ করা সময়েরও শেষ মুহূর্তে দারুণ এক হেডারে দলকে এনে দেন সমতা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয়সূচক গোলটি করেন দানি কারবাহাল।
এর আগে রিয়ালের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন অ্যাসেনসিও। বিরতির আগ মুহূর্তে সেভিয়াকে সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ভাসকেস। বিরতির পর রামোসের ফাউলে পেনাল্টি পায় সেভিয়া। তা থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি বদলি হিসেবে নামা ক্রোয়েশিয়ার মিডফিল্ডার কোনোপ্লিয়াঙ্কা। রামোসের যখন খলনায়কে পরিণত হওয়ার সব আয়োজন সম্পন্ন ঠিক সেই সময়ে আবারো দেখা দেন স্প্যানিশ ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে সেভিয়া শিবিরে হোঁচট হয়ে আসে ফরাসি ডিফেন্ডার টিমোথি দ্বিতীয় হলুদ কার্ড। প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ শানিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তেমনি এক আক্রমণ থেকে শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বার্নাব্যু দলের কাক্সিক্ষত জয়সূচক গোলটি এনে দেন কারবাহাল।
জিনেদিন জিদানের দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, টনি ক্রুস, পেপে ও কেইলর নাভাস। বিরতির পর মাঠে নামেন করিম বেনজেমা ও লুকা মড্রিচ। এরপরও ইউরোপা স্পেশালিস্ট খ্যাত (রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন) সেভিয়াকে হারিয়ে নিজেদের তৃতীয় উয়েফা সুপার কাপ শিরোপা দখলে নিল স্প্যানিশ জায়ান্টরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন