বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সেরাকণ্ঠের তিন্নির নতুন দুই গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

নতুন দু’টি গানে কন্ঠ দিয়েছেন সেরাকন্ঠ’খ্যাত কন্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নি। এরমধ্যে একটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান এবং অন্যটি আধুনিক গান। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানটি হলো ‘তুই ছাড়া আঁর আফন মানুষ আর তো কেউই নাই’। গানটি লিখেছেন রুশমী চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন ফরিদ বঙ্গবাসী। গানটিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন সেরাকন্ঠের জায়ান। তিন্নি বলেন, ‘এবারই প্রথম কোন আঞ্চলিক ভাষার গান গাইছি। চট্টগ্রামের অনেক বিখ্যাত আঞ্চলিক গান রয়েছে, সেসব গান আমি বহুবার শুনেছি। এবার নিজের কন্ঠেই চট্টগ্রামের আঞ্চলিক গান হতে যাচ্ছে, তাই ভীষণ ভালো লাগছে। যদিও আমি চট্টগ্রামের ভাষা খুব বেশি বুঝিনা। কিন্তু গানের কথা হাতে পাবার পর ভালোভাবে বুঝে নিয়ে আবেগ দিয়ে গানটি গাইবার চেষ্টায় আছি।’ এদিকে ‘ধুমকেতু’ শিরোনামের অরেকটি গানে কন্ঠ দিবেন তিন্নি। গানটি লিখেছেন, সুর করেছেন স্বপন কিবরিয়অ। এতে তিন্নির সহশিল্পী হিসেবেও তিনি থাকবেন। দু’টি গানেরই রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও করে প্রকাশ হবে বলে জানান তিন্নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন