শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আল্লামা শফী (রহ.) ইসলাম প্রসারে ত্যাগ স্বীকার করেছেন

আলোচনা সভায় পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ইসলামী অন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী (রহ.) নাস্তিক মুরতাদ ও শয়তানী শক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছেন। ইসলামী শিক্ষা প্রচার- প্রসারে সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন আল্লামা শফী (রহ.)। তার অবর্তমানে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। দেশ, মানবতা ও ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করাই মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহ.) ও আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবনার্দশ। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহ.) ও আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের পীর সাহেব চরমোনাইন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় মরহুমদ্বয়ের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের পরিচালনায় “জীবন ও কর্ম”শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়ার নায়বে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা আল্লামা নুরুল হুদা ফয়েজী, দৈনিক ইনকিলাব এর সিনিয়র সহ-সম্পাদক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, পীর সাহেব সন্দিপী এর জামাতা মুফতি উমর ফারুক সন্দিপী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর সাহেবজাদা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সায়েন্স ল্যাবরেটরী মসজিদ এর খতিব, মাওলানা হাসান জামিল। পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ রেজাউল করীম বলেন, মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহ.) “খানকার পীর ময়দানে বীর” এই উপাধিতে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন বাংলাদেশের জনসাধারণের মাঝে। গতানুগতিক নিয়মের খানকায় আরাম আয়েসে বসে তিনি শুধু ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেননি। ইসলাম, দেশ এবং মানুষের যেকোনো প্রয়োজনে তিনি রাজপথে গর্জে উঠেছিলেন। বিপ্লবী মানুষদের নেতৃত্ব দিয়েছেন আপোষহীন ভূমিকায় থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন