শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উত্তরবঙ্গের বন্যাদুর্গত এলাকায় কাদের সিদ্দিকীর ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। গতকাল বুধবার চিলমারী উপজেলার ডাটিয়ারচর এলাকায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার এবং কাপড়-চোপড় বিতরণ করেন। এছাড়া মেডিকেল টিমের সদস্যরা অসুস্থদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ত্রাণ বিতরণকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশের মাটি ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তেমনি আমাদের সামর্থ অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। তিনি বন্যার্ত শিশুদের সাথে বসে নিজেও দুপুরের খাবার খান। দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, এ এইচ এম আব্দুল হাই, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী, যুবনেতা হাবিবুন্নবী সোহেলসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে গত সোমবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মী নিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৌঁছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন