মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টোগো সরকারের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

টোগোর প্রধানমন্ত্রী ও তার সরকার পদত্যাগ করেছে। শুক্রবার রাতে পশ্চিম আফ্রিকার এ দেশের প্রেসিডেন্টের দফতর এমন কথা জানিয়েছে। প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ফাউরি গনাসিংবে প্রধানমন্ত্রী কোমি সালোম ক্লাসোউ এবং তার দলকে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রচেষ্টার এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট সত্তে¡ও উৎসাহব্যঞ্জক ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। গনাসিংবে চতুর্থ মেয়াদের জন্য গত ফেব্রুয়ারিতে পুনঃনির্বাচিত হওয়ার পর টোগোতে রাজনৈতিক পুনর্গঠনের কথা থাকলেও মহামারী করোনাভাইরাসের কারণে তা বিলম্বিত হয়। নির্বাচনে এই প্রেসিডেন্টের বিজয়ের ফলে সাবেক এ ফরাসি কলোনি রাষ্ট্রে গনাসিংবে পরিবারের রাজবংশীয় শাসনের মেয়াদ ৫০ বছর ছাড়াল। নির্বাচনের পর দেশটির প্রধান বিরোধী দলীয় প্রার্থী অভিযোগ উত্থাপন করে বলেন, এ নির্বাচন নিরপেক্ষ হয়নি। নির্বাচনে তিনি সরকারি হয়রানির মুখে পড়েন। তাই এ বিজয় বিতর্কিত। প্রেসিডেন্টের পিতা গনাসিংবে ইয়াদামা মারা যাওয়ায় ২০০৫ সালে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ৮০ লাখ জনসংখ্যার এ দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। ইয়াদামা ৩৮ বছর দেশ শাসন করেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন