বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা সর্তকতায় লকডাউনে প্রতি ৪ জনের একজন যুক্তরাজ্যে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৭ পিএম

যুক্তরাজ্যে এক চতুর্থাংশ মানুষই পড়ছে নতুন ঘোষিত লকডাউনে। দেশটিতে শনিবার থেকেই চালু হয় লিডস, উইগান, স্টকপোর্ট এবং ব্ল্যাকপুলে বিধিনিষেধ। ফলে এখানকার কেউ আর নিজ বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যেতে পারবেন না। ওয়েলস, সোয়ানসি এবং লানেলিতে এর ২৪ ঘন্টা পরই এই বিধিনিষেধ আরোপ করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। খবরে বলা হয়েছে, বৃটেনজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চহার ঠেকাতে নতুন করে বাধানিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সংক্রমণের হার বিবেচনায় বিভিন্ন অঞ্চলে লকডাউন ঘোষণা করা হচ্ছে। এতে নতুন এই লকডাউনের মধ্যে পড়েছেন দেশটির প্রতি ৪ জনের ১জন। বুধবার থেকে বাধানিষেধ চলছে স্কটল্যান্ডে। ‘আর’ নাম্বার বৃদ্ধির কারণে এর আগে উদ্বেগ জানিয়েছিল যুক্তরাজ্য সরকার। ‘আর’ নাম্বার হচ্ছে, ১জন করোনা আক্রান্ত ব্যক্তি কতজন নতুন মানুষকে করোনা আক্রান্ত করছে তার সংখ্যা। এটি এক এর নিচে থাকাকে নিরাপদ বিবেচনা করা হয়। তবে সম্প্রতি এটি বৃটেনে বৃদ্ধি পেয়ে ১.২ থেকে ১.৫ এর মধ্যে রয়েছে। ফলে আবারো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার দেশটিতে একদিনেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে ইংল্যান্ডে। এছাড়া, নর্থইস্ট ও নর্থ-ওয়েস্ট ইংল্যান্ডে আরোপ করা হয়েছে নতুন বাধানিষেধ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন