২০২০ সালে ভেনিজুয়েলার দরিদ্র এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বাচেলে। মিশেল বাচেলে নিরাপত্তা বাহিনীর অভিযানে এত মানুষের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, গত কয়েক মাসে দেশটিতে শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বল প্রয়োগ করেছে। অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে পিছিয়ে থাকা এলাকার যে পরিমাণ তরুণের মৃত্যু হয়েছে, তাতে আমি উদ্বিগ্ন। উন্মুক্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুন থেকে আগস্টে মারা গেছে ৭১১ জন। ২০২০ সালের জানুয়ারি থেকে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি। আরো শঙ্কার কথা হলো নিহত ২ হাজার ৩৯ জনের মধ্যে নারীর সংখ্যা ১১, যাদের গড় বয়স ২৬। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন