মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের সঙ্গে সমাধান চান গ্রিসের প্রধানমন্ত্রী

মেয়রসহ ৮২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

জাতিসংঘে কথা বলার সময় গ্রিসের প্রধানমন্ত্রী পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস ইস্যুতে আঙ্কারার সঙ্গে সমাধান চেয়েছেন।তুরস্কের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা মিটিয়ে নিতে চান গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিটসোটাকিস। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে কাইরিয়াকোস বলেন, পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য তুরস্ক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তার পরেও আমি আশাবাদী। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন দেখা করি, কথা বলি এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করি। কূটনৈতিকভাবে সমাধানের সুযোগ দেন। তিনি আরো বলেন, আমরা যদি সবকিছুর পরে একমত হতে না পারি, সে ক্ষেত্রে হেগ এর আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে। অপর এক খবরে বলা হয়, ছয় বছর আগে কুর্দিপন্থী বিক্ষোভের জেরে এক মেয়রসহ ৮২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার এ পরোয়ানা জারি করা হয়। মূলত সিরীয় কুর্দি শহর কোবানে আইএস জিহাদিরা দখল করে নেয়ার পর ২০১৪ সালের অক্টোবরে এ বিক্ষোভ দেখা দেয়। আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের রাজধানী ও অন্য ছয় প্রদেশে পুলিশ ৮২ জন সন্দেহভাজনকে গ্রেফতারে নেমেছে। তবে প্রসিকিউটরের অফিস থেকে এ ৮২ জনের বিরুদ্ধে ঠিক নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে তা জানানো হয়নি। কিন্তু বলা হয়েছে, ওই বিক্ষোভের সময় খুন, খুনের চেষ্টা, চুরি, সম্পদ ধ্বংস, অগ্নিসংযোগ ও লুটের মতো অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া তুরস্কের পতাকা পুড়িয়ে ফেলার পাশাপাশি আহত হয়েছিল ৩২৬ জন তুর্কি নিরাপত্তাকর্মী ও ৪৩৫ জন বেসামরিক মানুষ। এদিকে এ গ্রেফতারি পরোয়ানায় প‚র্বাঞ্চলের শহর কারসের মেয়র আয়হান বিলগেনেরও নাম রয়েছে। বিলগেন ২০১৯ সালে স্থানীয় নির্বাচনে জয়ী হন। তিনি মূলত কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আর এইচডিপি তুরস্কের সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী গোষ্ঠী। গত মাসে এইচডিপির পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাচনের মধ্য দিয়ে দলটির ৬৫ জন মেয়র ফিরে এসেছিলেন। আল-জাজিরা,এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Sarwar Kamal ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫০ এএম says : 0
মাইনকা চিপায় পড়লে যা হয় আর কি!
Total Reply(0)
Sanaullah Jamalpury ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫২ এএম says : 0
ঠেলার নাম বাবাজি
Total Reply(0)
Iqbal Hossain Rumel ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৩ এএম says : 0
Good Job
Total Reply(0)
Bsc Rahman ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৩ এএম says : 0
এরদোগানের হুমকিতে সব সুতার মত সোজা হয়ে গেছে।
Total Reply(0)
Abdurrajjak Molla ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৩ এএম says : 0
It's a good dicision
Total Reply(0)
Robin Imam Hasan ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৩ এএম says : 0
পোরতারোনা ছাড়া আর কিছু নয়
Total Reply(0)
Azmul Hosain ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৩ এএম says : 0
সুদয় বুদ্ধির উদয় হয়েছে
Total Reply(0)
Sharif Mahmud ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৪ এএম says : 0
শয়তান কখনো বন্ধু হয় না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন